images

নভেশন মডেল স্কুল, ২০১৮ সালে “জ্ঞান শিক্ষা সেবা” স্লোগান দিয়ে যাত্রা শুরু করে। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের যোগ্য নাগরিক এবং দেশ ও বিশ্ব সম্প্রদায়ের সেবার জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করা।

            একাডেমিক প্রোগ্রামগুলো ছাড়াও আমরা শিক্ষার্থীদের লুকানো প্রতিভা অন্বেষন করতে পাঠ্যক্রম এবং সহ পাঠ্যক্রমিক ক্রিয়াকলাপ গুলিতে যথাযথ ভাবে জোড় দিয়েছি আমরা শিক্ষার্থীদের মন এবং তাদের শরীরের সুস্থ অবস্থা নিশ্চিত করতে বদ্ধ পরিকর।

            আধুনিক ডিজিটাল পদ্ধতি আমাদের প্রতিষ্ঠানের মূল ভিত্তি। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা ও আমাদের শিক্ষার্থীরা প্রস্তুত।

            এই লক্ষ্যে আমরা আমাদের শ্রেণি কক্ষে Inter Active White Board ব্যবহার করছি। চক-ডাস্টার কিংবা Marker Board কে ডিঙ্গিয়ে আমরাই প্রি-জুনিয়র ওয়ান থেকে দশম শ্রেণি পর্যন্ত সকল শ্রেণিতে ব্যবহার করছি অডিও, ভিডিও সমৃদ্ধ Inter Active Smart Board যা, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ এবং পাঠ্যক্রমকে আরও জীবন্ত করেছে।

            শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে আমাদের শিক্ষার্থীরা ব্যবহার করছে Automatic Access Device | শিক্ষার্থীদের প্রত্যেকে রয়েছে Radio Frequency Identity Card যা RFID Card নামে পরিচিত।

            শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের যুগান্তকারী পদক্ষেপ Instant Mobile S.M.S System. (যা অভিভাবকের Mobile পৌছে যায়)| প্রত্যেক শিক্ষার্থী স্কুলে প্রবেশ করার পর তার শ্রেনিকক্ষের সামনে স্থাপিত Automatic Access ডিভাইস এ তার RFID Card  টি Punch করে | এতে শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত হওয়ার পাশাপাশি অভিভাবকের মোবাইলে Instant Present S.M.S পৌছে যায়।

            আমাদের প্রত্যেক শ্রেণিকক্ষে রয়েছে, Close Circuit Camera. যা শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের সকল কার্যকলাপ পর্যবেক্ষন করা হয়।

            আমরা শিক্ষার্থীদের স্কুলগামী এবং তাদের পাঠ্য বিষয় সমূহ আরও সহজতর করার জন্য শ্রেণিকক্ষে বাংলাদেশ সরকার (a2i) প্রদত্ত Digital Contain ব্যবহার করছি এবং পাঠ সংশ্লিষ্ঠ Video প্রদর্শন করি।

            আমাদের শিক্ষার্থীদের স্কুলে ভারী ভারী বই নিয়ে আসতে হয় না। বইয়ের বিকল্প হিসেব আমরা প্রত্যেক শ্রেণি কক্ষেই রয়েছে Modiul Book যা স্কুলের প্রত্যেক শ্রেণি কক্ষেই থাকে। শিক্ষার্থীরা তাদের প্রয়োজন অনুসারে ব্যবহার করে।   আমাদের নভেশন মডেল স্কুলের সকল ফলাফল প্রদান প্রক্রিয়া আধুনিকায়ন এর ক্ষেত্রে আমরা ব্যবহার করছি School Management Software. যা শিক্ষার্থীদের সকল ফলাফল প্রকাশ ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে।

            আমাদের রয়েছে, আধুনিক যুগ উপযোগী Website যেখানে শিক্ষক শিক্ষার্থীরা স্কুল সম্পর্কীত সকল তথ্য, Notice ও Result সংগ্রহ করে।

Facebook, YouTube এ রয়েছে আমাদের সবর অংশগ্রহন।

আমি আশা করি আগামী বছর গুলোতে নভেশন মডেল স্কুল আধুনিক প্রযুক্তিকায়ন এর পাশাপাশি একাডেমিক উন্নতি সাধন করুক।