Welcome To Novation Model School

Knowledge Education Service

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ঃ
সৃষ্টিকর্ত প্রত্যেক মানুষকে সমান মেধা দিয়ে সৃষ্টি করেছেন আর সে মেধা বিকশিত হয় সঠিক অনুশীলন-এর মাধ্যমে। আমাদের প্রচেষ্টা সে মেধাকে সঠিকভাবে বিকশিত করে একজন শিক্ষার্থীকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌছে দেওয়া। আলোকিত মানুষ হিসাবে তাকে প্রস্তুত করা। ভবিষ্যতে সৎ, যোগ্য ও  সুনাগরিক হতে পারে সে লক্ষ্যে কাজ করা।
সময় ও নদীর ¯্রােত যেমন কারো জন্য অপেক্ষা করেনা ঠিক তেমনি শিক্ষা জীবনও কারো জন্য থেমে থাকে না। তাই শিক্ষার্থীদেরকে দেশের সর্ব্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে পৌছে দেওয়া আমাদের লক্ষ। একটি যত্রীবাহী গাড়ির চালক দক্ষ না হলে সে গাড়ীর যাত্রীরা যেমন নিরাপদ নয় ঠিক তেমন একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও পরিচালনা পর্ষদ যদি দক্ষ না হয় তবে শিক্ষার্থীরা ভালো ও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারে না। আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা, এ প্রতিষ্ঠানের উপযুক্ত পরিবেশ, আন্তর্জাতিকমানের প্রযুক্তির ব্যবহার ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের পাঠদানের মাধ্যমে তাদের সুপ্ত মেধাকে বিকশিত করতে চাই।

 

Why Choose Novation Model School ?

আমাদের বৈশিষ্ট্য সমূহ ঃ
দক্ষ, অভিজ্ঞ, প্রশিক্ষণপ্রাপ্ত ও বিষয় ভিত্তিক শিক্ষক দ্বারা পাঠদান।
শিক্ষার্থীদেরকে স্কুলে বই বহন করে নিয়ে আসতে হবে না, বইয়ের বিকল্প হিসেবে স্মার্ট বোর্ড ও মডিউলের মাধ্যমে ক্লসে পাঠ দান।
সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত, সসজ্জিত শ্রেণিকক্ষ ও সুপরিসর করিডর।
প্রতিটি শ্রেণিকক্ষের পাঠদান এবং শৃঙ্খলা সিসি ক্যামেরা দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ।
প্রি-জুনিয়র ওয়ান, জুনিয়র ওয়ান ও ক্লাস ওয়ানের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে সার্বক্ষণিক ২জন শিক্ষক দ্বারা তদারকি ও পাঠদান।
খবংংড়হ চষধহ অনুযায়ী দৈনন্দিন পাঠাদান
সাপ্তাহিত, মাসিক, টিউটোরিয়াল, অর্ধবার্ষিক ও বার্ষিক এর সুনির্দিষ্ট প্লান অনুযায়ী পাঠদান ও পাঠ অনুশীলন।
ছাত্রীদের জন্য মর্নিং-শিফট, ছাত্রদের জন্য ডে-শিফট এবং প্রি-জুনিয়র ওয়ান ও জুনিয়র ওয়ান শিক্ষাথীদের জন্য মিড-শিফট।
শিক্ষার্থীদের সুপ্ত-মেধাবিকাশের লক্ষ্যে শিক্ষামূলক বিনোদন ও সহশিক্ষা কার্যক্রম।
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য ঝঢ়ড়ৎঃং তড়হব।
অঁঃড় অপপবংং এর মাধ্যমে শিক্ষার্থীদের চৎবংবহঃ, অনংবহঃ ড় খধঃব চৎবংবহঃ নিশ্চিত করা।
ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ।
কম্পিউটার ও মাল্টিমিডিয়া সমৃদ্ধ ক্লাসরুম, সইন্সল্যাব ও লাইব্রেরি। চঊঈ, ঔঝঈ ও ঝঝঈ শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি ও এচঅ-৫  পাওয়ার উপযোগী করে গড়ে তোলা এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাসে ব্যবস্থা।
শিক্ষাকদের তত্ত¡বধানে ঐড়সব ঠরংরঃরহম এর মাধ্যমে নিয়মিত শিক্ষার্থীদের খোঁজখবর ও যোগাযোগ রাখা।
সার্বক্ষণিক লিফট, জেনারেটর ও বিশুদ্ধ পানির ব্যবস্থা।

 

 

Our Teachers